Previous Next

About my website

সাধারণত ছাত্র/ছাত্রীরা পদার্থবিজ্ঞান বিষয়টি অধ্যায়ন করতে গিয়ে দুটি কমন সমস্যায় পড়ে। এক. পদার্থবিজ্ঞানের বিভিন্ন টপিকস শেখার সময়, দুই. রিভিশনের সময়। বিজ্ঞানের যে কোন বিষয় অধ্যয়ন- একটি ধারাবাহিক প্রক্রিয়া; তাই যাদের বেসিকে দূর্বলতা আছে বা সংশ্লিষ্ট টপিকস শিখতে যে গাণিতিক ভিত্তি দরকার, তা যদি না থাকে, তাহলে সেই টপিকস তাদের কাছে ভীষণ কঠিন মনে হয়। এই জন্য এই ওয়েবসাইটে ‘বেসিক ফিজিক্স’ নামে একটি অধ্যায় আছে, যেন যে কোন ছাত্র-ছাত্রী তার দূর্বলতা চিহ্নিত করে সহজেই তার বেসিক শক্ত করতে পারে। দ্বিতীয়ত, এইচ এস সি পর্যায়ে পদার্থবিজ্ঞানের সিলেবাস অনেক বড় হওয়ায় তোমরা কোর্সটি শেষ করার পর রিভিশন দিতে গিয়ে দেখ যে-পিছনের অনেক কিছুই মনে নেই। ফলে সেই টপিকস সংশ্লিষ্ট সৃজনশীল প্রশ্নের সমাধান করা তোমাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানের জন্য এই ওয়েবসাইটে সব টপিকসের অধ্যায় ভিত্তিক বেসিক আলোচনা করা হয়েছে,যেন তুমি তোমার সমস্যা চিহ্নিত করে সেই টপিকসে ক্লিক করে ভিডিওটি দেখে সমস্যার সমাধান করতে পারো।ওয়েবসাইটির মাধ্যমে তোমাদের সামান্যতম উপকার করতে পারলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। ধন্যবাদ।

Read more
#

About my Course

অফলাইনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের মাসিক ভিত্তিতে কোর্স পরিচালিত হচ্ছে। তবে বছরের নির্দিষ্ট সময়ে এইচ এস সি পরীক্ষার্থীদের রিভিশন কোর্স এবং এস এস সি পরীক্ষা শেষে বিশেষ বেসিক কোর্স এর রুটিনসহ বিস্তারিত, নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হবে।

Read more
#

Learn the Practical way

ত্রমাত্রিক জগতের বাস্তবভিত্তিক পদার্থবিজ্ঞানের জটিল তত্ত¡গুলো বোধগম্য করার জন্য বোর্ডে ছবি এঁকে বিষয়বস্তুর গভীরতা বুঝানো বেশ কঠিন কাজ , এক্ষেত্রে শিক্ষার্থীর কল্পনাশক্তি প্রখর হওয়া প্রয়োজন। কিন্তু 3D Animation এর সাহায্যে এবং পদার্থবিদ্যা সিমুলেশন টুল ব্যবহার করে পদার্থবিজ্ঞানের নীতিগুলো কীভাবে বাস্তবে কাজ করে তা বুঝার একটি দুর্দান্ত উপায় হতে পারে। আমার অধিকাংশ ভিডিওতে 2D/3D Animation ব্যবহার করে জটিল বিষয়গুলোকে হাতে কলমে করে বুঝানোর চেষ্টা করেছি।
img

Contact us